হবিগঞ্জে একদিনে আক্রান্তের রেকর্ড

হবিগঞ্জ

হবিগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙে এক দিনেই ১১৭ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকেলে তাদের রিপোর্ট এসেছে। এর মাঝে সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, পুলিশ, বিচারকও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭২২ জন আক্রান্ত হলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে শুধু হবিগঞ্জ সদর উপজেলায়ই ৫৯ জন রয়েছেন। এছাড়া মাধবপুরে ১৭, চুনারুঘাটে ১৬, নবীগঞ্জে ১৫, বাহুবলে ৯ ও বানিয়াচংয়ে ১ জন আক্রান্ত হয়েছেন। এর মাঝে ১ জন ডাক্তার, ১ জন সাংবাদিক, ৩ জন ব্যাংকার, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগের বিভিন্ন পদের ১৩ জন কর্মচারী ও বেশ কয়েকজন পুলিশ রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৭২২ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২১৮ জন এবং মারা গেছেন ৬ জন।

তিনি বলেন, এটি একদিনে আক্রান্তের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন নিজে থেকে সাবধান থাকা ছাড়া আর উপায় নেই।