স্বাস্থ্যকর্মীসহ আরও পাঁচ জনের করোনা পজিটিভ

নীলফামারী

নীলফামারীতে নতুন করে আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রাপ্ত ২৯ জুনের রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে।

করোনা পজিটিভ নতুন পাঁচ জনের মধ্যে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের জয়চণ্ডি ময়েন মাস্টার পাড়ার একজন (৬০)। জেলার সৈয়দপুর উপজেলায় দুই জনের মধ্যে নারী স্বাস্থ্যকর্মী (৩৫) ও নিয়ামতপুর মুন্সিপাড়ার এক কিশোরী (১৬)। জলঢাকা উপজেলার পাঠান পাড়া গ্রামের একজন (৪৬)। ডোমার উপজেলার চিকনমাটির একজন (৫০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৭ জন। তাদের মধ্যে ২৫৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন নারীসহ মোট ছয় জন। এছাড়াও পরীক্ষার জন্য এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ২৫৭ জনের। ২ হাজার ৯৭৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এখনো রিপোর্টের অপেক্ষাধীন ২৮৩ জন।