সরকারি চাল-সার চুরি করে গোডাউনে আগুন

সরকারি চাল-সার চুরি করে গোডাউনে আগুনমাদারীপুরের শিবচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। একইসঙ্গে সার, কীটনাশক ও নগদ টাকা চুরিরও অভিযোগ উঠেছে। চুরি শেষে দুর্বৃত্তরা গোডাউনে আগুন ধরিয়ে দেয়। বুধবার রাতে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম চালিয়ে আসছিল মেসার্স শেখ টেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার মিণ্টু শেখ এলাকাসীকে জানান, বুধবার সন্ধ্যায় গোডাউনে তালা মেরে বাড়ি চলে যান তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারেন গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখেন গোডাউনের দুটি তালা ভেঙে সরকারি ১৫ বস্তা চাল, সার, কীটনাশক এবং নগদ ৫৬ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় গোডাউনে আগুন ধরিয়ে দেয় ওই দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে শিবচর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে শিবচর থানা পুলিশের কর্মকর্তারা।খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি

মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাহাদুরপুর বাজারে অগ্নিকাণ্ড ‍ও চুরির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।