ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শৈলকূপা উপজেলার কাচেরকোল গ্রামের বাসিন্দা। জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, আনিছুর রহমান শ্বাসকষ্ট, সর্দি, কাশি নিয়ে ভুগছিলেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। সম্প্রতি তিনি ঢাকা থেকে নিজ গ্রামে এসেছিলেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পরে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খানের সার্বিক তত্ত্বাবধানে ও শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন শৈলকূপা ঝিনাইদহ গঠিত দাফন কমিটির সদস্যরা বৃহস্পতিবার রাতে দাফন কাজ সম্পন্ন করেন।

জানাজার সময় দাফন কমিটির সদস্য ছাড়া স্থানীয় কোনও লোক উপস্থিত ছিল না। ইসলামিক ফাউন্ডেশন গঠিত দাফন কমিটি এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ১৫ জনের লাশ দাফন করেছে।