করোনা রোগীর সেবায় নিয়োজিত নার্স আক্রান্ত

মো. আব্দুল্লাহ আল মামুন রাজবাড়ী সদর হাসপাতালের ২০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে শতাধিক করোনা পজিটিভ রোগীকে সেবাদানের পর এবার নিজেই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ইউনিটের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মো. আব্দুল্লাহ আল মামুন (৫১)। গত শনিবার (৪ জুলাই) প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে যে ১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তার মধ্যে আব্দুল্লাহ আল মামুন রয়েছেন। এর আগে করোনা উপসর্গ দেখা দিলে গত ১লা জুলাই হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

গত ২৩ মার্চ রাজবাড়ী সদর হাসপাতালে কোভিড-১৯ ইউনিট চালুর পর থেকে সেখানকার ইনচার্জ হিসেবে মুখ্য ভূমিকা পালন করে আসছিলেন আব্দুল্লাহ আল মামুন। করোনা পজিটিভ রোগীকে হাসপাতালে আনা, বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এবং ভর্তির পর সার্বক্ষণিক দেখভাল করতেন তিনি। রোগীরা তার সেবার প্রতি ছিলেন আস্থাশীল।

গত ২৩ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত দীর্ঘ তিন মাসে তিনি কোভিড-১৯ ইউনিটে ১০৭ জন রোগীকে ভর্তি ও সেবাদানের সঙ্গে সরাসরি যুক্ত থেকেছেন। তার সেবায় বহু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল সূত্র জানায়, আব্দুল্লাহ আল মামুন হাসপাতালের কোভিড-১৯ ইউনিট ও জরুরি বিভাগের ইনচার্জ ছিলেন। কোভিড-১৯ ইউনিটে দায়িত্ব পালন করায় তিনি হাসপাতালের একটি কেবিনে থাকতেন। করোনা পজিটিভ হওয়ায় তাকে কোভিড-১৯ ইউনিটে ভর্তির পর ওই কক্ষেই রাখা হয়েছে।

সূত্র আরও জানায়, বর্তমানে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের বেশ কয়েকটি লক্ষণ তার শরীরে বিদ্যমান রয়েছে।