ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কম তেল দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

পেট্রল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানগ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় মেসার্স এস রহমান ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস পৌর এলাকার ভাদুঘরে অবস্থিত মের্সাস এস. রহমান ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্পটির বিরুদ্ধে ভেজাল জ্বালানি তেল সরবরাহ এবং ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অভিযোগ রয়েছে। ফেজবুকভিত্তিক বিভিন্ন গ্রুপে পাম্পে তেল ওজনে কম দেওয়া হয় বলে লেখালেখিও হচ্ছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটার তেলে ১০০ গ্রাম করে তেল কম দেওয়া হচ্ছিলো। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে। এসময় জেলা বিএসটিআইয়ের পরির্দশক মোহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।