উত্তরা ইপিজেডে ৪ জনসহ নীলফামারীতে আরও ৬ জন করোনা আক্রান্ত

করোনা পরীক্ষানীলফামারীর উত্তরা ইপিজেডের ম্যাজেন বিডি লিমিটেড (চশমা) কারখানার ৪ জনসহ জেলায় নতুন করে আরও ৬ জন করোনা পজেটিভ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিভিল সার্জন জানান, জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে।

সিভিল সার্জন জানান, সোমবার রাত ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২৪ ঘণ্টার নমুনা রিপোর্টে নতুন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ইপিজেডের দুই নারী ও দুই পুরুষ রয়েছেন। এছাড়া জেলার কিশোরীগঞ্জে বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে একজন এবং একই উপজেলার রণচণ্ডী ইউনিয়নের সোনাখুলী এলাকার একজন রয়েছেন।

মোট আক্রান্তের মধ্যে সদরে ১৪৫ জন, জলঢাকায় ৭৯ জন, ডিমলায় ৫২ জন, সৈয়দপুরে ৬৪ জন, ডোমারে ৪২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৬ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন এক নারীসহ আট জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ জন।

উল্লেখ, এ নিয়ে নীলফামারী উত্তরা ইপিজেডে ৬ জন চীনা নাগরিকসহ আক্রান্ত হয়েছে ১৮জন। তারা সবাই সুস্থ আছেন।