করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

বগুড়াবগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যবসায়ী এবং উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) তাদের মৃত্যু হয়।

সকালে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে করোনা আক্রান্ত এক প্রসাধন ব্যবসায়ীর মৃত্যু হয়। বিকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করেন।

অন্যদিকে টিএমএসএস মেডিক্যাল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে দুপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার ইসলামপুরের বাসিন্দা। প্রচণ্ড শ্বাসকষ্টে আক্রান্ত হলে সোমবার রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের আরও এক ইটভাটা ব্যবসায়ী (৬৫) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে আইসোলেশনে ভর্তি হন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।