পাঞ্জাবির পকেটে অবৈধ ৫টি সোনার বার, রোহিঙ্গা আটক

৫টি অবৈধ সোনার বারসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ৫টি সোনার বারসহ মো. শফিউল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বুধবার (৯ জুলাই) রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে সোনার বারগুলোসহ তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তি উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমদের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ওই চেকপোস্টে কক্সাবাজারগামী একটি বাসে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি চালানো হয়। এসময় তার পরনের পাঞ্জাবির পকেটের ভেতর থেকে সোনার ৫টি বার পাওয়া যায়। যার ওজন ৭১ ভরির চেয়ে বেশি। এসব সোনার আনুমানিক দাম ৪৩ লাখ টাকা। এসব সোনার বৈধ কোনও কাগজপত্র না থাকায় ওই রোহিঙ্গাকে আটক করা হয়।

এ ঘটনায় ধৃত রোহিঙ্গার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে, উদ্ধার সোনার বারগুলো কক্সবাজার রাজস্ব শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।