চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে: হুইপ ইকবালুর রহিম

Dinajpur pic 11-07-20-

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। করোনার এই দুর্যোগে প্রতিটি মানুষ যেন সেবা পায় সেজন্য চিকিৎসায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। করোনা-যোদ্ধা চিকিৎসকরা এই মুহূর্তে নিজের জীবন বাজি রেখে সেবা দিচ্ছেন। পৃথিবী যতদিন থাকবে, তাদের এই অবদান ততদিন পর্যন্ত মানুষ ভুলবে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।'

আজ শনিবার (১১ জুলাই) এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল দিনাজপুর-এ স্বাস্থ্য সেবা ও করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে পর্যালোচনা সভায় এসব কথা বলেন হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ।

তিনি বলেন, 'স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন। কেউ কোনও দুর্নীতি বা অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার। এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাসহ সব ধরনের রোগী যেন সঠিকভাবে চিকিৎসা সেবা পায় সে দিকে খেয়াল রাখতে হবে।'

এসময় আরও বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, অক্সফার্মের রিজিওনাল ডিরেক্টর আকতারুজ্জামান আখতার, উপ-পরিচালক ডা. শাহ্ মোজাহেদুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নজমুল ইসলাম, ডা. মো. সিরাজুল ইসলাম, মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. নাদির হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান, ডা. শেখ ফরিদ আহমেদ, গাইনি চিকিৎসক ডা. জাহানারা মুন্নি, আইসিইউ ইনচার্জ ডা. সুশেন রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. এডিন, ডা. নাহিদ রহমান প্রমুখ।