ভোক্তার কাছে সরাসরি পণ্য পৌঁছে দিচ্ছে ‘কৃষকের বাজার’

Magura Bazar Pic-1

কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে মাগুরায় উদ্বোধন করা হয়েছে ‘কৃষকের বাজার’। শনিবার (১১ জুলাই) সকালে শহরের নোমানি ময়দানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

কৃষি বিপণন অধিদফতরের বাস্তবায়নে, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চলবে এই বাজার।

শনিবার বেশ কিছু কৃষক তাদের উৎপাদিত লাল শাক, লাউ, কলা, পটল, করলা, পুদিনা পাতা, মিষ্টি কুমড়া, পেঁপে, চিচিংগা, আম, কাঠালসহ বিভিন্ন প্রকার শাক-সবজি ও ফলমূল নিয়ে বাজারে হাজির হন। ন্যায্য মূল্যে শাক-সবজি ও ফলমূল বিক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত সবজি ও ফলমূল পেয়ে খুশি ভোক্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, কৃষকরা নিজেদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত টাটকা শাক-সবজি, ফলমূল, সরাসরি ন্যায্য মূল্যে এ বাজারে বিক্রয় করতে পারবেন। ভোক্তারা পাবেন ভেজাল মুক্ত তরতাজা শাক-সবজি ও ফলমুল।