বগুড়ায় আরও ৫৫ জন করোনায় আক্রান্ত, নতুন মৃত্যু ৩

করোনাভাইরাসবগুড়ার রবিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নয় নারী ও তিন শিশুসহ আরও ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট তিন হাজার ৭১১ জন করোনা আক্রান্ত হলেন। নতুন তিন জনসহ মোট মৃতের সংখ্যা ৭০। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত শনিবার বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৭৪ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সদরে ৪৯ জন, সারিয়াকান্দিতে দুইজন এবং সোনাতলা, দুপচাঁচিয়া, গাবতলী ও কাহালুতে একজন করে। সব মিলিয়ে এ জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭১১ জন। ২৪ ঘণ্টায় ৭৮ জনসহ সুস্থ হয়েছেন এক হাজার ৭৭৭ জন। বর্তমানে হাসপাতাল আইসোলেশন এবং বাড়িতে চিকিৎসাধীন এক হাজার ৮৬৪ জন।