ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বুলবুল খান অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হওয়ায় হবিগঞ্জে বুলবুল খান নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।  শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুলবুল খান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২০১২ সালের ১৫ মার্চ র‌্যাব-৯-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে অস্ত্রসহ বুলবুলকে আটক করে। পরে র‌্যাব বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করে। পুলিশ মামলাটি তদন্ত করে একই বছর আদালতে চার্জশিট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১৪ জনের সাক্ষী নিয়ে গত ৪ ফেব্রুয়ারি আসামির উপস্থিতিতে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।