অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা: নারী-শিশুসহ ১৬ জন আটক

 

ঝিনাইদহ

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ শিশু, ৪ নারী এবং ১১ পুরুষসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে পলিয়ানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, সোমবার রাতে পলিয়ানপুর গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এর মধ্যে  জাকির খান, হাসান ফরাজি, মো. হাফিজ, মিলন হাওলাদার, শাহ আলম হাওলাদার, মারুফ হাওলাদার, রফিকুল ইসলাম, রুবেল, মানজারুল, আসাদ,রাসেল খান, মুন্না হাওলাদারসহ কয়েকজন নারী ও শিশুকে আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা ও পিরোজপুর এলাকায়।

তারা কেন ভারতে যাচ্ছিল তার কারণ জানা যায়নি। তবে মানবপাচার চেষ্টা চলছিল বলে ধারণা করছে বিজিবি।

আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মঙ্গলবার মামলা দায়ের করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে।