অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা

107626580_3173982885994283_5565936234980120895_n

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খাড়েরা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খাড়েরা বাজারের সুগন্ধা বেকারিকে ১০ হাজার টাকা ও বি-বাড়িয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিভিন্ন দোকানিকে সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে খাড়েরা বাজারের সুগন্ধা বেকারি ও বি-বাড়িয়া বেকারিতে অভিযান চালানো হয়। এই দুই বেকারিতে কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।