অনুমোদন ছাড়া এসিড উৎপাদন, দুই লাখ টাকা জরিমানা

যশোর

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত যশোরের একটি অনুমোদনহীন কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিককে দণ্ড দিয়েছেন। 

অনুমোদনহীন পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের দায়ে প্রতিষ্ঠানের মালিক মামুন-অর-রশিদকে নগদ দুই লাখ টাকা জরিমানা ও এক বছরের দণ্ড দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালালউদ্দিন জানান, আদালত জানতে পারেন যশোর সদরের কিসমত নওয়াপাড়া এলাকায় এমআর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই এসিড জাতীয় পণ্য যেমন ভিক্সল, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি তৈরি করে তার সংরক্ষণ ও বিপণন করছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান ঘটনার সত্যতা পান এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বিপণন এবং অবৈধভাবে নামি দামি কোম্পানির মোড়ক ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৩৭, ৪৩ ও ৫০, ৫৩ ধারায় জরিমানা করে তা আদায় এবং এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা এসিড খোলা আকাশের নিচে রেখে এবং কোনও প্রকার কেমিস্ট ছাড়াই এসব পণ্য উৎপাদন করতো।  প্রতিষ্ঠান মালিককে পরবর্তীতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এসব পণ্য উৎপাদন করতে নিষেধ করা হয়েছে। 

অভিযান চলাকালে ওষুধ প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।