বিয়ে বাড়িতে শোকের মাতম, দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জ

দিন পার হলেই ফাতেমার বড় বোনের বিয়ে। সব প্রস্তুতি সম্পন্ন। নিমন্ত্রিত আত্মীয় স্বজনদেরও অনেকে বাড়িতে চলে এসেছেন। এরইমধ্যে ঘটে গেলো অঘটন। বাড়ির পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেলো শিশু ফাতেমা (৫) ও তার খালাতো বোন তামান্না (৬)। বিয়ের উৎসবের আগের দিন তাই বাড়িটিতে নেমে শুরু হয়েছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের রুহুল আমীন খানের মেয়ে ফাতেমা ও চরমানিকদাহ গ্রামের তারা মিয়ার মেয়ে তামান্না।

জানা গেছে, চরমানিকদাহ গ্রামের তারা মিয়া পরিবারের সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার করপাড়া সরদারপাড়া গ্রামের রুহুল আমীন খানের মেয়ের বিয়ে উপলক্ষে ওই বাড়িতে যান।

আজ শনিবার দুপুরে ফাতেমা ও তামান্না গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ওই দুই শিশু ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

আগামীকাল রবিবার ফাতেমার বড় বোনের বিয়ে হওয়ার কথা রয়েছে। কিন্তু, বিয়ে বাড়িতে আনন্দের বদলে এখন শোকের মাতম চলছে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।