সীমান্তের কাছে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার

বন্দুকযুদ্ধবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, নিহত শাহ আলম (৪৫) ইয়াবা ব্যবসায়ী ছিলেন। আটকের পর ইয়াবা উদ্ধার অভিযানে গেলে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চিন মৈত্রী সড়কের পাশের এলাকায় গ্রেফতারকৃত আসামি শাহ আলমকে নিয়ে ইয়াবার চালান উদ্ধারে যায় পুলিশ। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদক চোরাকারবারি চক্রের ১০/১২ সদস্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় শাহ আলম। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় পুলিশের দুই সদস্যও গুলিবিদ্ধ হন। তবে তাদের নাম পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

ওসি আরও জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামিৃদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।