হাতিয়া চ্যানেলে জাহাজডুবি

হাতিয়া চ্যানেল

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কাঁচপুর যাওয়ার পথে দেড় হাজার টন সিমেন্ট শিল্পের কাঁচামাল (ক্লিংকার) বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে হাতিয়া বয়ার চরের কাছাকাছি ‘এমভি নীলগিরি’ নামের আরেকটি লাইটারের সঙ্গে সংঘর্ষে ‘এমভি তাসনেহা-৫’  নামের জাহাজটির ডানপাশের পেছনে ফেটে যায়। পরে জাহাজটি সাগরে ডুবে যায়।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, এমভি তাসনেহার-৫ বন্দরের বহির্নোঙরে থাকা একটি বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে কাঁচপুর যাচ্ছিল। হাতিয়া চ্যানেলের কাছে গেলে এমভি নীলগিরির সঙ্গে তাসনেহার-৫ এর ধাক্কা লাগে। এতে জাহাজটির পেছনের দিকের হ্যাজ ফেটে পানি ঢুকে ডুবে যায়।  

তিনি আরও বলেন, ডুবে যাওয়া জাহাজটি মেরিন শিপিং লাইনের। জাহাজে ১৩ জন নাবিক ও শ্রমিক ছিল। সবাই নাবিক নিরাপদে উদ্ধার হয়েছেন। চ্যানেল থেকে হাফ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যাওয়ায় হাতিয়া চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।