বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বেনাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব পালন হবে। পরের দিন রবিবারও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল থেকে স্বাভাবিক নিয়মে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দর তিন দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার থেকে যথা নিয়মে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।