বরিশালে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সোহেল আটক




সোহেলবরিশালের বানারীপাড়া উপজেলার মহিষপোতা গ্রাম থেকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। সোহেল মহিষপোতা গ্রামের কাসেম মোল্লার ছেলে।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ এর নগরীর রূপাতলী সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সোহেলকে বানারীপাড়া থানায় সোপর্দ করে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেন র‌্যাব-৮-এর ডিএডি নুর ইসলাম। সোহেলের বিরুদ্ধে বরিশাল জেলার বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ এবং মারামারিসহ ১০টি মামলা রয়েছে।

অভিযোগ রয়েছে, সোহেল দীর্ঘদিন ধরে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাড়িতে বসে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে আসছিলো। বিভিন্ন সময় সে পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হলেও কিছুদিন পরে আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বের হয়ে মাদক ব্যবসা শুরু করে।