জমির আইল নিয়ে সংঘর্ষে নিহত ১

পানিয়া বর্মণের স্বজনদের আহাজারি ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মণ্ডলপাড়া গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পানিয়া বর্মণ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু  হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দোগাছি মণ্ডলপাড়া গ্রামের পানিয়া বর্মণ বাড়ির পাশে জমিতে আমন ধানের রোপা লাগাতে গিয়ে দেখতে পান তার জমির আইল কেটে ফেলায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ওই সময় তার জমির সংলগ্ন নিজ জমিতে স্থানীয় ফাকাসু বর্মণ কাজ করছিলেন। পানিয়া আইল কেটে ফেলার কথা জিজ্ঞেস করলে ফাকাসুর সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে ফাকাসু চারা পরিবহনের বাংকুয়া দিয়ে পানিয়ার পেটে সজোরে গুতা মারলে তিনি মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে পানিয়ার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় পানিয়া বর্মণের ছেলে বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ওসি জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের নাকের ডগা দিয়ে আসামিরা ঘুরলেও গ্রেফতার করা হচ্ছে না।