ময়মনসিংহের জেলা প্রশাসকের করোনা শনাক্ত

IMG_20200805_005207

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যারবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন আগে জেলা প্রশাসকের গানম্যান সাইফুল ইসলাম ও গাড়িচালক বেলায়েত হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হলে করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান নিজ বাসভবনে আইসোলেশনে আছেন এবং তার শারীরিক অবস্থা ভালো।

সিভিল সার্জন আরও জানান, মঙ্গলবার ময়মনসিংহে ২৬২টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এবং সদর উপজেলায় ১৮, মুক্তাগাছায় পাঁচ জন, ত্রিশালে চার জন, ভালুকায় তিন জন, ঈশ্বরগঞ্জে দুজন, তারাকান্দা ও গফরগাঁওয়ে একজন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৭৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩০৩ এবং প্রাণহানি ঘটেছে ২৮ জনের।