ভাঙনে বিলীন হলো শিমুলিয়ার ভিআইপি ফেরিঘাট

 

117184089_2711641892458926_2698883824362309142_nদক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ভিআইপি ফেরিঘাট পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর থেকে ভাঙন শুরু হয়ে ঘাটটি নদীতে বিলীন হয়ে যায়।

শিমুলিয়া ঘাটের পার্কিং এরিয়াতেও ভাঙন দেখা দিয়েছে। ওদিকে, বাকি যে দুটি ঘাট আছে সেগুলোও হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় ২ নম্বর ফেরিঘাট বন্ধ আছে এবং ১ নম্বর ফেরিঘাট দিয়ে সীমিত আকারে যান পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, ভাঙন শুরু হলে ফেরিঘাটের পল্টুন সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। সীমিত আকারে ফেরি চলছে। তবে, ঘাটে নদী পারাপারের জন্য তেমন কোনও যান নেই। সব মিলিয়ে একশ' যানবাহনের কম হবে।