মাসুদ রানা খুন হন দোনলা বন্দুকের গুলিতে, প্রধান আসামিসহ গ্রেফতার ৯

নড়াইলে মাসুদ রানা হত্যাকাণ্ডে ব্যবহৃত দোনলা বন্দুক ও ব্যবহৃত গুলি জব্দ।

নড়াইলে সন্ত্রাসীদের গুলিতে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩৬ জনকে আসামি করে বৃহস্পতিবার কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে। ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত কাজল মোল্লার লাইসেন্স করা দোনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মামলার প্রধান আসামি কাজল মোল্লা (৪৯) এবং অপর ৮ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

মামলার বিবরণে জানা যায়, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে জেগে ওঠা বালুর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দেওয়াডাঙ্গা গ্রামের মকবুল মোল্যার ছেলে কাজল মোল্লা ও হারুন শেখের ছেলে আমিনুর শেখের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাজল মোল্যা ও তার সমর্থিত লোকজন নিয়ে প্রতিপক্ষ আমিনুর শেখের লোকজনের ওপর সশস্ত্র হামলা চালায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে আমিনুর শেখ সমর্থিত মাসুদ রানা (৩৫) নিহত হন। এ সময় ৭ জন গুলিবিদ্ধসহ মোট ১০ জন আহত হন।

নড়াইলে মাসুদ রানা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেফতার ৩ ব্যক্তি

এ হত্যার ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) নিহতের ভাই মামুন শেখ বাদী হয়ে কাজল মোল্লাসহ ৩৬ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, মামলার প্রধান আসামি কাজল মোল্লাসহ ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কাজল মোল্লার লাইসেন্স করা দোনলা বন্দুক, ৮ রাউন্ড বন্দুকের গুলি ও ঘটনাস্থলে পড়ে থাকা ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।