ডোমারে ৩ পরিবারের ৯ ঘর পুড়ে ছাই

নীলফামারীতে আগুন লেগে পুড়ে যাওয়া ঘরবাড়ি।

নীলফামারীর ডোমারে তিন পরিবারের ৯টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি নগদ টাকা, আসবাবপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে চাই হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, রাতে ওই ইউনিয়নের হলহলিয়া গ্রামের হাসানুল হকের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ৯টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা, ঘরে রক্ষিত ধান-চাল, একটি ছাগল ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।

স্টেশন কর্মকর্তা জানায়, খবর পেয়ে ডোমার সদর হতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ পরিবারের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।