বিদ্যুতায়িত টিনের চাল স্পর্শ করে শিশুর মৃত্যু

পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন আলী (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের পূর্বমালকাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রিপন ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে। সে মালকাডাঙ্গা বাজারে মাসুদ রানার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, মালকাডাঙ্গা বাজারের আকবর আলী নামে এক ব্যক্তি তার বাসার ছাদ ও দোকানের টিনের চালে গাছের পাতাসহ ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য রিপনকে টিনের চালে উঠিয়ে দেয়। বিদ্যুতায়িত টিনের চালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে রিপন বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।