কুমিল্লায় দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

কুমিল্লার হোমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। বুধবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৌলতপুর গ্রামের সামাদ মেম্বার গ্রুপ এবং জুনাব আলী ভূঁইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত নূরুন নবী (২৪) হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের জীবন মিয়ার ছেলে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৌলতপুর গ্রামের সামাদ মেম্বার গ্রুপ এবং জুনাব আলী ভূঁইয়া গ্রুপের সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছে। বুধবার সকালে হঠাৎ জুনাব আলী ভূঁইয়ার পক্ষের কয়েকজন ব্যক্তি সামাদ মেম্বারের পক্ষের এক ব্যক্তির বাড়িতে হামলা চালায়। এর পাল্টা হিসেবে সামাদের পক্ষের পাল্টা হামলায় জুনাব আলীর পক্ষের ওই সদস্য টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, স্থানীয় এই দু’গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। প্রায় ৩৫/৪০ বছর আগের এই দ্বন্দ্বে বিভিন্ন সংঘর্ষে এই পর্যন্ত একাধিক ব্যক্তি মারা গেছেন। কয়েকদিন আগেও এই বিরোধ মীমাংসা করতে আমরা বসেছিলাম। কিন্তু, তা সম্ভব হয়নি।