মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর প্রশাসন

117878269_644624759743724_3627069353706644522_n

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে বাধ্য করা এবং সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে মাস্ক পরিধান নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করেছে নবীগঞ্জের প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) বিকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন নবীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে নবীগঞ্জ শহরের নতুনবাজার মোড়, শেরপুর রোড, ওসমানী রোডসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি না মানায় ২ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করা হয়।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, 'মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মূলত সাধারণ মানুষদের মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছি। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে।'