চিনিকলের গুড় গায়েব নিয়ে স্ট্যাটাস দিয়ে মামলার মুখে যুবক!

মোবারকগঞ্জ সুগার মিলস

মোবারকগঞ্জ চিনিকল থেকে ৭০০ টন চিটে গুড় গায়েব এমন অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। এ বিষয়ে মামলা না হলেও অবিযোগের বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।  

১১ আগস্ট রাতে মিল ভান্ডারের জুনিয়র অফিসার জামাল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ঝিনাইদহের কালীগঞ্জে চিনিকলটির অবস্থান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুজন নামের এক যুবক গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ নামের আইডিতে স্ট্যাটাস দেন ‘কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ৭০০ টন চিটে গুড় গায়েব’।

স্ট্যাটাসটি মিল কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনাটি অসত্য ও ভিত্তিহীন উল্লেখ করে এ এজাহারটি দায়ের করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, চিটে গুড় গায়েব হওয়ার মতো কোনও ঘটনা না ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসত্য তথ্য প্রচার করায় বাংলাদেশ সরকারের শিল্প প্রতিষ্ঠান তথা ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ সুগার মিলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

সুজন কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার রাতে মোবারকগঞ্জ চিনিকলের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।