ট্রাফিক সার্জেন্ট সেজে প্রতারণা, যুবক গ্রেফতার

ভুয়া ট্রাফিক সার্জেন্ট

নীলফামারীতে ট্রাফিক সার্জেন্ট সেজে প্রতারণার অভিযোগে পিয়াল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ওসি কে এম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সে পৌর শহরের বাড়াই পাড়া মহল্লার সফিকুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০ টার দিকে নীলফামারী জেলা শহরের মানিকের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিয়ালের সঙ্গী অপর তিন ভুয়া ট্রাফিক সার্জেন্ট পালিয়ে যায়।

পুলিশ জানায়, পিয়াল নিজেকে নীলফামারী ট্রাফিক সার্জেন্ট বরকতুল্লাহ সরকার পরিচয় দিয়ে তিনটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র দেখতে চায়। এরপর ছেড়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ঘটনাটি বুঝতে পেরে প্রকৃত ট্রাফিক সার্জেন্ট বরকতুল্লাহকে মোবাইল ফোনে ঘটনাটি জানায়। বিষয়টি জানা মাত্র বরকতুল্লাহ সদর থানাকে অবগত করে।

নীলফামারী থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, তাৎক্ষনিকভাবে শহরের মানিকের মোড়ে পুলিশ অভিযান চালিয়ে পিয়ালকে আটক করে। এসময় পিয়ালের সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে যায়। তিনি জানান, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।