করোনায় দুই জেলায় দুই বৃদ্ধার মৃত্যু

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ ও নীলফামারীতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট:


করোনাভাইরাসনারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত নারী (৫৫) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত  হয়ে দুই চিকিৎসকসহ মোট ১৩২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩০০ জনে। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৪২ জন। বুধবার (২৬ আগস্ট) জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে।


নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর জলঢাকায় করোনা আক্রান্ত হয়ে রওশন আরা (৫৮) নামের এক বৃদ্ধার মুত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার শিমুল বাড়ি ইউনিয়নের আরাজী শিমুলবাড়ী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি ওই গ্রামের মহবার রহমানের স্ত্রী। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো মোট ১৪ জনের। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, জ্বড়, সর্দি ও কাশি থাকায় গত ২০ আগস্ট রওশন আরার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২৩ আগস্ট ওই মেডিক্যালে তথ্যে তার করোনা শনাক্ত হয়।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবীর জানান, এ নিয়ে জলঢাকায় করোনায় ৩ জনের মৃত্যু হলো। আর করোনা শনাক্ত হয়েছে ১২৮ জনের। এ যাবৎ সুস্থ হয়েছেন ১১০ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৬ জন।