ওপর থেকে লাফিয়ে পড়ে গভীরে ডুবে মৃত্যু

খাগড়াছড়ি

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে রিছাং ঝর্ণার গভীর পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার একমাত্র ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহত স্কুল ছাত্র খাগড়াছড়ির স্লুইস গেইট আনন্দ নগর এলাকায় মা ও একমাত্র বোনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো। তার বাবা জগত বন্ধু চাকমা ফেনীর সোনাগাজী থানায় কর্মরত আছেন।

এই ঘটনাকে অনাকাঙ্খিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া জানান, 'একই স্কুলে পড়ুয়া দুই বন্ধুকে নিয়ে রিছাং ঝর্ণায় ঘুরতে আসে মলাই জ্যোতি চাকমা। এসময় রিছাং ঝর্নার ওপর থেকে লাফ দিলে গভীরে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে বেলা দুটার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া।