বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের দাফন সম্পন্ন

মোস্তফাজাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগমের (৯৪) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে পারিবারিক কবরস্থানে স্বামী হাবিবুর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে নিজ বাসভবন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ খবর নিশ্চিত করেন। বাদ আসর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবনের সামনে বীর শ্রেষ্ঠ ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, তিনি কিডনি সমস্যা, রক্ত শূন্যতাসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ বোধ করলে গত ১৮ আগস্ট ভোলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ৩ সেপ্টেম্বর তাকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবন নিয়ে আসা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।