দখলমুক্ত হলো ইলিশা ফেরিঘাট এলাকা

Bhola Eviction Pic-01

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকার যানজট নিরসন ও বেড়িবাঁধ দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় বেড়িবাঁধ ও বাঁধের পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে ইলিশা ফেরিঘাট এলাকায় এসব অবৈধ স্থাপনার কারণে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। প্রশাসনের পক্ষ থেকে এই দুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার মালিকরা তা সরিয়ে না নেওয়ায় ভেকু দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।