কাঁচা মরিচের দাম কেজিতে কমলো ২০-৩০ টাকা

 

কাঁচামরিচকয়েকদিন দাম বাড়তি থাকার পর আবারও কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বন্দরে আমদানিকৃত প্রতিকেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলেও গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) তা কমে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচা মরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দাম বাড়ায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালে রাখতে কিছু দিন ধরেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে ভারতে বন্যা হওয়ায় সেখানেও সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ে। এ কারণে আগে ভারতের নাগপুর, গুলডাঙ্গা ও বিহার থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বর্তমানে শুধু বিহার অঞ্চল থেকে দেশে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। বাড়তি দামে আমদানি ও চাহিদার তুলনায় সরবরাহ কমায় দেশের বাজারেও মরিচের দাম বৃদ্ধি পায়। তবে এখন দেশের কিছু কিছু অঞ্চলে কাঁচা মরিচ উঠতে শুরু করায় আমদানিকৃত কাঁচামরিচের চাহিদা কিছুটা কমেছে। এছাড়া গতকাল হিলি বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ১০১ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের অন্য বন্দর দিয়েও কাঁচামরিচ আমদানি হওয়ায় চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে। ফলে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।