X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ মে ২০২৪, ০১:১৩আপডেট : ১৪ মে ২০২৪, ০১:১৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ মে) বাংলাদেশ ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মো. তানভীর হোসেন স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ইসলামকে (সহসভাপতি, ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা) এবং আরমান হোসেন (সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা) বহিষ্কার করা হলো।

এর আগে রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলের সিট দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই দুই নেতা ও তাদের অনুসারীরা। এতে ১৭ জন আহত হন। এ ঘটনার রেশ ধরেই কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রলীগ কখনও শৃঙ্খলা পরিপন্থি কোনও কাজে জড়িত থাকে না এবং তা প্রশ্রয়ও দেয় না। রবিবার হলের সিট সংক্রান্ত সাধারণ একটা ঘটনা আসলে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় এমনটা হয়েছে। আমরা রাতে বিষয়টি নিয়ে বসেছিলাম। সমাধানের পথে এগিয়েও গিয়েছিলাম। তার মধ্যেই কেন্দ্রীয় কমিটি থেকে এমন ঘোষণা এসেছে। যা-ই হোক আর কিছু বলবো না, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল।

তবে আরমান হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

এর আগে গত শুক্রবার রাতে সিকৃবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার দুই দিন না পেরোতেই সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুটি গ্রুপ এবং বহিষ্কার হলেন দুই নেতা।

এ বিষয়ে জানতে সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। সাধারণ সম্পাদক ইমাদুল হোসেনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

/এএম/এনএআর/
সম্পর্কিত
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হলেন ইউএনও-ওসি
গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’