ফেনী জেলা পরিষদের জন্য লড়ার দলীয় মনোনয়ন পেলেন তপন

খায়রুল বাশার তপনফেনী জেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খায়রুল বাশার তপন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি এই তথ্য নিশ্চিত করেছেন।

খায়রুল বাশার তপন ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। এর আগে জাসদ (রব) এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

শূন্য হওয়া ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আট জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য জয়নাল আবেদীন হাজারী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন নাসির।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর রাতে আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। ২০১৬ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।