৩ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

গ্রেফতার তিন পরিবহন চাঁদাবাজনারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার এবং চাঁদাবাজির ৫ হাজার ৩০ টাকা জব্দ করা হয়।  র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো– মো. ইসমাইল হোসেন (২০), মো. রিফাত (১৮) ও মো. মাসুম মিয়া (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, জনৈক রতন মিয়ার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনাস্ট্যান্ডে চাঁদাবাজি করছে আসছে। এ চাঁদাবাজ চক্রটি লেগুনা চালক-হেলপারদের ভয়ভীতি ও হুমকি দিয়ে জোর করে প্রতিটি লেগুনা থেকে প্রতিদিন ৮০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। দীর্ঘদিন ধরে পলাতক আসামি রতন মিয়ার যোগসাজশে অবৈধভাবে এ চাঁদা আদায় করে আসছিল বলে গ্রেফতারকৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছে। এ চাঁদাবাজ চক্রের কাছে লেগুনা চালক ও হেলপাররা অতিষ্ঠ হয়ে পড়েছিল।