জলাবদ্ধতা থেকে মুক্তি দাবি সাতক্ষীরার চারটি ইউনিয়নের মানুষের

জলবদ্ধতা থেকে মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিসের সামনে সদর উপজেলার চারটি ইউনিয়নের সহস্রাধিক মানুষের মানববন্ধন। 
জলাবদ্ধতা থেকে মুক্তি ও পানি নিষ্কাশনের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়নের পানিবন্দি মানুষ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পানিবন্দি সহস্রাধিক মানুষ উপস্থিত হয়ে  মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী এলাকাবাসী নাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইলিয়াস হোসেন, সোহাগ খান, আব্দুর রাজ্জাক, বিকাশ দাস প্রমুখ।

বক্তারা বলেন, প্রাণ সায়র খাল খননের অনেক আগেই খালে বেঁড়িবাধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষনে পানিতে নিমজ্জিত হয়েছে বাড়ি-ঘর, ফসরি জমি, মৎস্যঘের ও পুকুর। গবাদি পশু ও হাঁস-মুরগি রাখার জায়গাটুকু পর্যন্ত নেই। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তাও। জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বক্তারা বলেন, শুকনা মৌসুমের আগেই প্রাণ সায়র খাল খননের টেন্ডার হলেও তখন খাল খনন করা হয়নি। বক্তারা এ সময় অনতিবিলম্বে সাতক্ষীরা প্রাণ সায়র খালের ওপর দেওয়া বাঁধ কেটে পানি নিষ্কাশন করার জোর দাবি জানান।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।