মোটরসাইকেল চুরি গেছে ৩টি, উদ্ধার হলো ৫টি!

নাটোরে ৩টি মোটরসাইকেল চুরির তদন্তে নেমে সিরাজগঞ্জে চোরের আস্তানা থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার।

পর পর ৩ মোটরসাইকেল চুরির ঘটনার মামলায় টনক নড়লো প্রশাসনের। পুলিশ, ডিবি ও ডিএসবির জরুরি মিটিংয়ে তিনটি আভিযানিক টিম গঠন করা হলো। এরপর মাঠে নামলো পুলিশ। এক পর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হলো আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ওই তিনটি মোটরসাইকেল তো  উদ্ধার হলোই, পাওয়া গেলো আরও দুইটি।

বৃহস্পতিবার নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতার দুই চোর হচ্ছে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌদুয়ার এলাকার হাচেন আলীর শেখের ছেলে রাজু শেখ (২৪) ও একই জেলার পোটিয়ারচর এলাকার আলমের ছেলে সুমন(২৩)।

পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সম্প্রতি শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট, কোর্ট চত্বর ও ডিসি অফিসের সামনে থেকে দুইটি এ্যাপাচি ও একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেল মালিকরা সদর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি জানার পর নাটোর জেলা পুলিশ, ডিবি ও ডিএসবিদের নিয়ে জরুরি মিটিং করেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তারেক জুবায়েরের নেতৃত্বে সদর, বড়াইগ্রাম থানার পাশাপাশি ডিবি সদস্যদের সমন্বয়ে তিনটি আভিযানিক টিম গঠন করেন তিনি।

পুলিশ সুপার বলেন, এরপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নস্থানে অভিযানের এক পর্যায়ে বুধবার সিরাজগঞ্জ জেলায় অভিযান চালিয়ে ওই দুই চোরকে গ্রেফতার ও চোরাই তিনটিসহ মোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।