'সরকার শিক্ষার্থীদের প্রণোদনা না দিয়ে শিল্পপতিদের দিচ্ছে'

Barisal Satro Union Council PIc=29.09.2020

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার ২৫তম কাউন্সিলে বক্তারা বলেন, 'সরকার করোনাকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ না করে শুধু শিল্পপতিদের প্রণোদনা দিচ্ছে। এতে করে চাকরি হারানো এবং চাকরি থেকেও বেতন না পাওয়া এবং বেতন অর্ধেকে নেমে যাওয়া অভিভাবকরা মারাত্মক সমস্যায় পড়েছেন। বছরের শেষ পর্যায়ে আসায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বেতনের জন্য চাপ দিচ্ছে।' এ জন্য শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর টাউন হলের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জল অমিত রায়, ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা পুষ্প চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শম্পা দাস ও জেলা ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ এসব কথা বলেন।

উদ্বোধন শেষে টাউন হলের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর নাজির মহল্লায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে জেলা সভাপতি শম্পা দাসের সভাপতিত্বে জেলা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়।