১২ ঘণ্টা ধরে পুড়ছে তুলা, ৮০ কোটি টাকার ক্ষতি

হ‌বিগ‌ঞ্জের মাধবপু‌রের নয়াপাড়ায় সায়হাম কটন‌মি‌লে আগুনহবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ায় সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের আরও ছয়টি ইউনিট কাজ করছে।হ‌বিগ‌ঞ্জের মাধবপু‌রের নয়াপাড়ায় সায়হাম কটন‌মি‌লে আগুন

সায়হাম কটনমিলের ইঞ্জিনিয়ার রেজা আহমেদ জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে সায়হাম কটন মিলের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন কটনমিলের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট, হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।হ‌বিগ‌ঞ্জের মাধবপু‌রের নয়াপাড়ায় সায়হাম কটন‌মি‌লে আগুন

সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কোবেদ আলী সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে সিলেট বিভাগের ছয়টি ইউনিট কাজ করে যাচ্ছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আগুনে প্রায় ১৫ হাজার বেল তুলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে।হ‌বিগ‌ঞ্জের মাধবপু‌রের নয়াপাড়ায় সায়হাম কটন‌মি‌লে আগুন

তিনি জানান, এতে প্রায় ৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন- মধ্যরাত থেকে পুড়ছে কটনমিল, নিয়ন্ত্রণে ব্যস্ত ৬টি ইউনিট