সীমান্ত সড়‌কের কাজ শেষ হ‌লে পার্বত্য জেলার নিরাপত্তা নি‌শ্চিত হ‌বে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bandarban home minister news pic-3

 

প্রধানমন্ত্রীর নি‌র্দে‌শে বান্দরবা‌নের সীমান্ত রক্ষা এবং সীমা‌ন্তে আ‌রেও নিরাপত্তা জোরদারের জন্য থান‌চি থে‌কে লিক‌রির সীমান্ত সড়‌কটি করা হ‌চ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি ব‌লেছেন, 'আমরা আশা কর‌ছি এই সড়ক‌টির কাজ শেষ হ‌লে আ‌রেও ইন‌ভেস্টর আস‌বে, আ‌রেও লোকজন বি‌নি‌য়োগ কর‌বেন।'

বৃহস্প‌তিবার (১৫ অ‌ক্টোবর) সকা‌লে গণপূর্ত বিভা‌গ (পিড‌ব্লি‌উডি) ও স্থাপত্য অ‌ধিদফতরের বাস্তবায়‌নে এবং বাংলা‌দেশ পু‌লি‌শের সার্বিক সহ‌যো‌গিতায় ৯ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নি‌র্মিত বান্দরবা‌নের থান‌চি থানার ৪ তলা ভব‌নের ফলক উ‌ম্মোচন করার সময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

এসময় তি‌নি আ‌রেও ব‌লেন, 'বান্দরবান খুবই সুন্দর জায়গা। শুধু বান্দরবানই নয়, খাগড়াছ‌ড়ি, রাঙ্গামা‌টিও অ‌নেক সুন্দর জায়গা। পার্বত্য এলাকার মানু‌ষের নিরাপত্তার জন্য যা যা কিছু করার দরকার, সবই সরকার কর‌ছে।'

এরপর অ‌তি‌থিরা থানা ভব‌নের সাম‌নে বৃক্ষরোপণ ক‌রেন। প‌রে স্থানীয়‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় অনুষ্ঠা‌নে যোগ দেন তি‌নি।