সিরাজগঞ্জে এজলাস বারান্দার ছাদ ধসে আহত ২

সিরাজগঞ্জ১সিরাজগঞ্জ আদালতের এজলাস বারান্দার ছাদ ধসে বিচারপ্রার্থীসহ দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে জজকোর্ট ভবনের দ্বিতীয় তলায় জেলা ও দায়রা জজ আদালত বিচারকের এজলাসের বারান্দায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বেসরকারি সংস্থা ব্র্যাক সিরাজগঞ্জের বেলকুচি শাখা অফিসের কর্মকর্তা ও নাটোর জেলার বাসিন্দা মো. শরিফুল ইসলাম (৫০) ও আইনজীবীর সহকারী এবং শহরের দিয়ার ধানগড়া মহল্লার বাসিন্দা আবির হোসেন (২২)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শরিফুল ইসলামকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার শাহাদৎ হোসেন খান বলেন, আদালতে একটি মাদক মামলার শুনানি চলছিলো। এজলাসের বাইরের বারান্দায় অন্য মামলার বাদী ও সাক্ষীরা অবস্থান করছিলেন। দুপুরের দিকে হঠাৎ করেই ছাদের বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে দু’জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ২আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারপ্রার্থীসহ অনেকেই বলেন, আদালত ভবনটির ছাদের বিভিন্ন অংশে ফাঁটল রয়েছে। ছাদের ভেতরে পলেস্তারার রডগুলো মরিচা পড়েছে। কয়েক বছর আগেও ভবনটির নিচতলার ছাদের অংশবিশেষ ধসে পড়েছিলো। এ ভবনটি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের নাজির নুর হোসেন বলেন, ১৯৮৭ সালের শেষের দিকে ভবনটি নির্মাণ হয়েছিলো।

সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাদের পলেস্তারার মাঝখানে বাতাস ঢোকার ফলে রডগুলোতে মরিচা পড়ে গেছে। ধারণা করা হচ্ছে এ কারণেই দুর্ঘটনা ঘটেছে। এটি পুরোপুরি সংস্কার করা প্রয়োজন বলে জানান তিনি।