আগৈলঝাড়ায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

বরিশালবরিশালের আগৈলঝাড়া উপজেলায় নারী ও শিশুসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে প্রাণ হারান রাজিহার গ্রামের কৃষ্ণকান্ত রায়ের স্ত্রী রাজলক্ষ্মী রায় (৫০), কোটালীপাড়া উপজেলার গচাপাড়া (চিত্রাপাড়) গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে মারিয়া (৭) এবং আগৈলঝাড়া রামানন্দেরআঁক গ্রামের মৃত গুরুদাস হালদারের ছেলে বৃদ্ধ বুদ্ধিমন্ত হালদার (৫৭)।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে সকালে তিন সন্তানের জননী রাজলক্ষ্মী ঘরে থাকা বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পরেন। স্বজনরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুন মোল্লা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার সীমান্তবর্তী কোটালীপাড়ার গচাপাড়া গ্রামে ৭ বছর বয়সী মারিয়া পুকুরে পড়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে আনা হলে চিকিৎসক দীপু শরীফ তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামে সকালে পুকুরে পড়ে যায় বুদ্ধিমন্ত হালদার। স্বজনরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। মৃত ব্যক্তির পরিবারের দাবি বুদ্ধিমন্ত মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাজহারুল ইসলাম।