৭০ পয়েন্টে ধর্ষণবিরোধী বিট পুলিশিং সমাবেশ

Barisal Police Program Photo 17.10.2020

বরিশাল নগরীর ৭০ পয়েন্টে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্যে কোতোয়ালি মডেল থানা আয়োজিত প্রধান বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ছে নগরীর সদর রোডের টাউন হলে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

মডেল থানার ওসি নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এসএম ইকবাল এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান।

সমাবেশে পুলিশ কমিশনার বলেন, 'নারী নির্যাতন ও নিপীড়নকারীদের কোন্ও জায়গা এই দেশে নেই। নির্যাতনকারীদরে বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা হবে। এর পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সমাজের সর্বস্থরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।