অনলাইন সেবায় দুর্নীতি-হয়রানি কমেছে: আইসিটি প্রতিমন্ত্রী

পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'অনলাইনে সেবা চালু হওয়ায় দেশে দুর্নীতি কমেছে, কমেছে মানুষের হয়রানি। আর এই অনলাইন সেবা নিশ্চিতে চালু করা হয়েছে হটলাইন-৯৯৯। যেকোনও প্রয়োজনে ফোন দিলেই মানুষ এখন এই সেবা পাচ্ছে। ইতোমধ্যেই দুই কোটি ১৬ লাখ ফোন এসেছে ৯৯৯ নম্বরে। আর ২৪ ঘণ্টা এই সেবা দিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ।'
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় সিংড়া উপজেলা চত্বরে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

করোনাকালে বাংলাদেশ পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, 'সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এক হাজার পুলিশ কেন্দ্রকে আধুনিকায়ন করা হয়েছে। বাংলাদেশকে শান্তির বাসভূমি করতে অভিভাবকদের সচেতন হতে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।'

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইউএনও নাসরিন বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি।