শরীর ভালো নেই সিলেট মেয়র আরিফের

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী

মাসখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। সে অবস্থা থেকে সেরে উঠতে না উঠতেই আবারও অসুস্থ বোধ করছেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য বাসায় চলে আসেন তিনি। তবে এখনও শারীরক সমস্যা যায়নি। আজ রবিবার (১৮ অক্টোবর) আবারও তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন।

তিনি জানান, শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাসায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার ইসিজি ও ইকোসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হয়।

তিনি বলেন, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শে তিনি দুপুর দেড়টায় কুমারপাড়ার বাসায় ফিরে আসেন।

তবে চিকিৎসকরা রবিবার আবরও পরীক্ষার জন্য তাকে হাসপাতালে আসতে বলেছেন।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার সকালে মেয়র মহোদয় জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন। হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়।