ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে খোলা থাকলো হিলি স্থলবন্দর

HILI PORT PIC 1

শারদীয় দুর্গাপূজার জন্য বন্ধ ঘোষণা করলেও কাঁচামরিচসহ আটকেপড়া পণ্য রফতানি করতে ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য চালু রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, '২২ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করে ভারতীয় ব্যবসায়ীরা। কিন্তু মঙ্গলবার পর্যন্ত ভারতে আটকে থাকা কাঁচামরিচসহ সব পণ্য তারা রফতানি করতে পারেনি। তাই বুধবার বন্দর দিয়ে আমদানি রফতানি চালুর কথা জানিয়ে পত্র দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। সেই মোতাবেক বুধবার বন্দর দিয়ে আমদানি হয়। এরপর ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে। ২৮ অক্টোবর বন্দর দিয়ে আবারও আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে।

তবে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও শুধু ২৬ অক্টোবর সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে।